ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড অনুমোদন করেছে পদ্মা অয়েল 

২০২৬ জানুয়ারি ০৩ ২০:৪৬:৩৫
ডিভিডেন্ড অনুমোদন করেছে পদ্মা অয়েল 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী এই ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৫৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই ঘোষণা দেওয়া হয়। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সচিব এ কে এম জাফর উল্লা খান এই বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের ওপর অনলাইনে তাদের মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভার সভাপতি এ কে এম জাফর উল্লা খান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুব পাভা, মোঃ জাকির হোসেন, মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মোঃ রহিম উদ্দিন তুষার শাহীন এবং ব্রুহতুদ্দিন আখতার রশিদ।

এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, সিএফও ফারুক আলী, এসিএস ও কোম্পানি সচিব আহসান আলী রশিদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে, শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান সভার সমাপ্তি ঘোষণা করেন।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে