ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

২০২৫ নভেম্বর ২১ ১১:৫১:১৪
ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হলো ভূমিকম্প। কারণ—অন্য যেকোনো দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্প আসে হঠাৎ, কোনো পূর্বচিহ্ন ছাড়াই। ফলে স্বাভাবিকভাবেই এতে ব্যাপক জান-মালের ক্ষয়ক্ষতি ঘটে। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে তাওবা করা, দোয়া করা এবং বেশি বেশি স্মরণ করাই বিধেয়।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন—‘জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে, আমার আজাব রাতের নিস্তব্ধতায় এসে পড়বে না, যখন তারা ঘুমে বিভোর থাকবে!’ (সুরা আল-আরাফ: ৯৭)

আরেক স্থানে বান্দার ভুলের বিষয়ে বলা হয়েছে—‘তোমাদের ওপর যে বিপদ-আপদ আসে, তা তোমাদের নিজেদের হাতের কামাই; আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’ (সুরা শুরা: ৩০)

কোরআনে ভূমিকম্প প্রসঙ্গে ‘যিলযাল’ এবং ‘দাক্কা’ শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। ‘যিলযাল’ মানে এক বস্তুর নড়াচড়ায় অন্য বস্তুর নড়ে ওঠা; আর ‘দাক্কা’ মানে প্রচণ্ড শব্দ বা অভিঘাতে কেঁপে ওঠা।

কোরআন-হাদিসে ভূমিকম্প

রাসুলুল্লাহ (স.) ভূমিকম্প সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন—‘এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে।’

এক সাহাবি প্রশ্ন করলে নবী (স.) বলেন—‘যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদপানের সয়লাব হবে।’ (তিরমিজি: ২২১২)

হাদিসে আরও উল্লেখ রয়েছে, কিয়ামত যত নিকটবর্তী হবে, ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে।

পবিত্র কোরআনে কেয়ামতের ভূমিকম্পকে তীব্র ভয়াবহ বলে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন—‘হে মানবজাতি! তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয় কেয়ামতের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ…’ (সুরা হজ: ১-২)

রাসুলুল্লাহ (স.) আরও বলেন—অবৈধ উপায়ে সম্পদ অর্জন, আমানত আত্মসাৎ, জাকাতকে জরিমানা মনে করা, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যার চর্চা, স্ত্রীকে অতিরিক্ত মান্য করে মায়ের অবহেলা, বন্ধুকে প্রাধান্য দিয়ে বাবাকে দূরে সরানো, মসজিদে শোরগোল—এসব যখন সমাজে ছড়িয়ে পড়বে এবং দুর্বল ব্যক্তি নেতৃত্বে আসবে—‘তখন অপেক্ষা করো রক্তিম ঝড়, ভূমিকম্প, ভূমিধস, বিকৃতি, পাথর বৃষ্টি এবং একের পর এক নিদর্শনের।’ (তিরমিজি: ১৪৪৭)

বর্তমান সময়ে পৃথিবীতে ঘটে যাওয়া ভূমিকম্পগুলোকে অনেক আলেম আল্লাহর সতর্কবার্তার নিদর্শন হিসেবে উল্লেখ করেন। এগুলো মানুষের পাপাচার ও অবাধ্যতার ফলাফল বলেও বিবেচিত হয়। ইতিহাসে বহু জাতি ভূমিকম্পের গজবে ধ্বংস হয়েছে—যা মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য স্মরণ করিয়ে দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে