ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে যুক্তরাষ্ট্রের নতুন ডিভি ভিসা বন্ধ

২০২৬ জানুয়ারি ১০ ১৯:০৬:১৪
যে কারণে যুক্তরাষ্ট্রের নতুন ডিভি ভিসা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণ ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির একজন অধ্যাপক হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তি ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিভি প্রোগ্রামের স্ক্রিনিং ও যাচাইকরণ প্রক্রিয়া পুনঃপর্যালোচনা করা হচ্ছে।

এর মানে, নতুন কোনো ডিভি লটারি ভিসা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্যু করা হবে না। তবে ইতিমধ্যে আবেদন করেছেন বা ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত যারা, তাদের প্রক্রিয়া চলবে। সফল ইন্টারভিউ হলেও নতুন ভিসা ইস্যু হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যারা ইতিমধ্যেই বৈধ ডিভি ভিসা পেয়েছেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। ডিভি-২০২৭ লটারি সম্পর্কিত কোনো নতুন আপডেটও এখনও আসেনি।

নতুন ভিসা পাওয়া বন্ধ, বিদ্যমান ভিসা বৈধ, ও আবেদনকারীদের ইন্টারভিউ চলবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে