ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এনসিপির উদ্বিগ্ন

২০২৬ জানুয়ারি ১০ ১৪:৫৬:০৩
দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এনসিপির উদ্বিগ্ন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস এনসিপির নেই। তিনি শনিবার (১০ জানুয়ারি) ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণে একটি শক্তিশালী দল পাঠাচ্ছে এবং তারা চাইছে নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক। ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর উদ্বেগ জানতে আগ্রহী এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে।

তিনি উল্লেখ করেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস সব রাজনৈতিক দলের মধ্যে নেই। একটি বিশেষ রাজনৈতিক দল সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকল পাচ্ছে, যা প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা দেয় এবং নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে।

এছাড়া মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রচার করছে। তিনি জানান, এসব বিষয় নির্বাচন কমিশনকে ধারাবাহিকভাবে জানানো হচ্ছে এবং মাঠে গিয়ে যে ধরনের বাধার মুখে পড়ছে তা কমিশনকে রিপোর্ট করা হবে।

ঋণখেলাপিদের বিষয়ে নাহিদ বলেন, নির্বাচন কমিশন আরও কঠোর অবস্থান গ্রহণ করলে ভালো হয়। প্রাথমিকভাবে অনেক ঋণখেলাপির মনোনয়ন বৈধ ঘোষণার অভিযোগ এসেছে এবং পোস্টারিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রমে আইন লঙ্ঘনের চেষ্টা হচ্ছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় মাঠে নিরাপত্তাহীনতা রয়েছে। তবে এনসিপি মাঠে কাজ চালিয়ে যাবে এবং ২১ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা আরও জোরদার করবে।

নাহিদ ইসলাম জানান, আসন সমঝোতার বিষয়ে এনসিপির অবস্থান শিগগিরই স্পষ্ট হবে। আগামী ১১ বা ১২ জানুয়ারি এ বিষয়ে ঘোষণা আসতে পারে। জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে এগিয়ে রয়েছে এবং গণভোটের পক্ষে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে