ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর দেশে ঢুকে বিয়ে

২০২৬ জানুয়ারি ১০ ১৫:০৭:৪৮
হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর দেশে ঢুকে বিয়ে

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীর মধ্যে একজন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা উত্তর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে পালিয়ে যান এবং সঙ্গে ছিলেন আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা।

পুলিশ জানিয়েছে, বাপ্পি ভারতে থেকে হাদি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন। হত্যার পর শুটার ফয়সাল ও সহযোগী আলমগীরকেও নির্বিঘ্নে ভারতে পাঠানোর ব্যবস্থা তার মাধ্যমে হয়েছে। হাদি হত্যা মামলার চার্জশিটে ১৭ জন অভিযুক্তের মধ্যে বাপ্পির নাম মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির কর্মকর্তা জানান, বাপ্পি সেপ্টেম্বর ২০২৪ সালে অবৈধভাবে দেশে ঢুকেন এবং দ্বিতীয় বিয়ে করেন। এরপর স্ত্রীসহ আবার ভারতে চলে যান। বর্তমানে কলকাতার রাজারহাটে তিনি আত্মগোপনে রয়েছেন। তার সঙ্গে ছিলেন শেরেবাংলা নগর থানার স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

বাপ্পিকে দেশে ফেরানোর জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এরপরই ইন্টারপোলের মাধ্যমে ফেরানোর আবেদন করা সম্ভব হবে। ডিবি জানিয়েছে, ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো যায় যখন নিশ্চিতভাবে জানা যায় যে অপরাধী কোন দেশে অবস্থান করছে।

সূত্র বলছে, বাপ্পি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব থাকা সত্ত্বেও রূপনগর ও পল্লবী এলাকায় তার প্রভাব বিস্তৃত ছিল। তিনি বিভিন্ন অনিয়ম, জবরদখল, খুন-রাহাজানি ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

৬ জানুয়ারি হাদি হত্যার চার্জশিট আদালতে জমা দেওয়ার পর বাপ্পি এবং তার সহযোগীরা আত্মগোপনে চলে যান। ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও ধরাছোঁয়ার বাইরে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে