ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

শনিবার দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

২০২৬ জানুয়ারি ১০ ১০:৪৭:৪৩
শনিবার দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর, সিলেট ও মৌলভীবাজারের কিছু এলাকায় শনিবার (১০ জানুয়ারি) জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, নির্ধারিত এলাকায় কাজ চলাকালে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

সিলেট

সিলেটে ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকাগুলো—শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার, ভারতীয় হাইকমিশন, পুলিশ কমিশনারের কার্যালয় এবং আশপাশের এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

ফরিদপুর

ফরিদপুরে ঝিলটুলি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সার্কিট হাউজ, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল এলাকা, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের এলাকায় একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের কারণে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর হাসপাতাল, কুসুমবাগ, কাজিরগাঁও, পিটিআই, ধরকাপন, সোনাপুর ও ডিসি অফিস সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীরপাড়, শাহ মোস্তফা রোড ও বড়হাটসহ আশপাশের বিভিন্ন এলাকাও বিদ্যুৎবিচ্ছিন্ন থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে