ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৫ ডিসেম্বর ১৭ ১৮:২৮:৪৬
রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতে পবিত্র রমজান ও ঈদকে ঘিরে সম্ভাব্য সময়সূচি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাস অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। একই হিসাবে ২০২৬ সালে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে শুক্রবার, ২০ মার্চ।

আমিরাতের সরকারি ছুটির নীতিমালা অনুযায়ী, রমজান মাস যদি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়। সে ক্ষেত্রে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের সরকারি ছুটি পেতে পারেন দেশটির নাগরিক ও বাসিন্দারা।

এদিকে, ২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটির সময়। আরাফাত দিবস (জিলহজ ৯) দিয়ে এই ছুটি শুরু হবে এবং জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ ঈদুল আযহা পালিত হবে।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট–এর প্রকাশিত সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস পড়তে পারে মঙ্গলবার, ২৬ মে। আর ঈদুল আযহা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ বুধবার, ২৭ মে। এই ছুটি শুক্রবার, ২৯ মে পর্যন্ত গড়াতে পারে।

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের অবকাশ উপভোগ করার সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে অন্যান্য ইসলামি উৎসবের মতোই, আমিরাতে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর। সময় ঘনিয়ে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিনগুলো ঘোষণা করবে।

দেশটির সরকারি ছুটির তালিকায় মোট ১২ দিনের বড় অংশই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে নির্ধারিত। যদিও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগাম সম্ভাব্য তারিখ জানা যায়, তবু ইসলামিক হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে