ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

২০২৬ জানুয়ারি ১০ ১৫:৩৪:১৭
প্রার্থিতা ফিরে পেয়ে নিজের পছন্দের মার্কা জানালেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশন ডা. তাসনিম জারার দায়ের করা আপিল মঞ্জুর করে তার প্রার্থিতা পুনর্বহাল করেন।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, নির্বাচন কমিশনে শুনানি শেষে আমার আপিল মঞ্জুর হয়েছে এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহ আমার জন্য একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। দেশে ও বিদেশে অসংখ্য মানুষ আমাকে শুভকামনা জানিয়েছেন, দোয়া করেছেন। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের হতাশা ও কষ্টের কথা শুনেছি, তারাও আমার জন্য দোয়া করেছেন।

তিনি আরও বলেন, এই পুরো প্রক্রিয়ায় যেসব আইনজীবী, শুভানুধ্যায়ী ও সমর্থক দেশ-বিদেশ থেকে পাশে ছিলেন—সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জনগণের সমর্থনের কারণেই আমি আজ নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পেলাম।

ডা. তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন তিনি পছন্দের প্রতীক চেয়ে আবেদন করবেন। তিনি বলেন, আমাদের পছন্দের প্রতীক ‘ফুটবল’। নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর তিনি কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন এবং সোমবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করেন। শনিবার সেই আপিলের শুনানি শেষে কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে