ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে সর্বোচ্চ মুনাফা ১৩ খাতের শেয়ারে

২০২৬ জানুয়ারি ১০ ১৪:৪৬:২৯
সপ্তাহজুড়ে সর্বোচ্চ মুনাফা ১৩ খাতের শেয়ারে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪ জানুয়ারি-০৮ জানুয়ারি’২৬) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। আর টাকার অংকে লেনদেন বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। বাজারের এমন পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা হয়েছে ১৩ খাতে। অর্থাৎ সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, সিরামিকস, আর্থিক, সেবা ও আবাসন, জেনারেল ইন্স্যুরেন্স,ওষুধ ও রসায়ন, প্রকৌশল, সিমেন্ট, টেলিকমিউনিকেশন, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিবিধ খাত।

খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে বা সাপ্তাহিক রিটার্নে দর ব্যাংক খাতে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে ৪.৮১ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৩.২৬ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে সিরামিকস খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৩.০২ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতে ২.৪৪ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.২৭ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২.১২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬৯ শতাংশ, প্রকৌশল খাতে ১.০৮ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৬৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.২৯ শতাংশ এবং বিবিধ খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে