ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১ চামচের ওজন এভারেস্টের চেয়েও ভারী! যে নক্ষত্রের কথা বলা আছে কোরআনে

২০২৫ ডিসেম্বর ২৭ ১৬:২৮:০১
১ চামচের ওজন এভারেস্টের চেয়েও ভারী! যে নক্ষত্রের কথা বলা আছে কোরআনে

নিজস্ব প্রতিবেদক : আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এমন এক ধরনের নক্ষত্র রয়েছে, যার এক চা-চামচ পরিমাণ পদার্থের ওজনই হতে পারে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টের চেয়েও বেশি। এই বিস্ময়কর নক্ষত্রকে বলা হয় নিউট্রন স্টার (Neutron Star)। আশ্চর্যের বিষয় হলো—অনেক ইসলামি গবেষক ও বিজ্ঞান বিশ্লেষকের মতে, এই নক্ষত্রের বৈশিষ্ট্যের সঙ্গে পবিত্র কোরআনে বর্ণিত একটি নক্ষত্রের মিল পাওয়া যায়।

নিউট্রন স্টার তৈরি হয় তখনই, যখন কোনো বিশাল নক্ষত্র তার জীবনচক্র শেষে বিস্ফোরিত হয়ে (সুপারনোভা) ধসে পড়ে। তখন নক্ষত্রটির ভর অত্যন্ত ছোট একটি গোলকে সংকুচিত হয়। এর ঘনত্ব এত বেশি যে—মাত্র ১ চা-চামচ নিউট্রন স্টারের পদার্থের ওজন প্রায় এক বিলিয়ন টনেরও বেশি

এই ওজনকে অনেক সময় রূপকভাবে বলা হয়, “এভারেস্টের চেয়েও ভারী”

নিউট্রন স্টারের ব্যাস সাধারণত ২০–২৫ কিলোমিটার হলেও এর ভর সূর্যের চেয়েও বেশি হতে পারে।

পবিত্র কোরআনের সূরা আত-তারিক-এ আল্লাহ বলেন—“শপথ আকাশের ও রাতের আগন্তুকের।আর তুমি কি জানো, রাতের আগন্তুক কী?তা হলো উজ্জ্বল নক্ষত্র।” (সূরা আত-তারিক: ১–৩)

আরবি শব্দ ‘তারিক’ অর্থ—যা রাতের অন্ধকার ভেদ করে আঘাত হানে বা প্রবেশ করে। অনেক গবেষকের মতে, এটি এমন একটি নক্ষত্রকে নির্দেশ করে—যা অত্যন্ত ঘন, প্রবল শক্তিশালী, এবং বিশেষ ধরনের বিকিরণ বা সংকেত ছড়িয়ে দেয়

নিউট্রন স্টারের একটি ধরন হলো পালসার, যা নির্দিষ্ট বিরতিতে শক্তিশালী রেডিও তরঙ্গ পাঠায়—যেন মহাকাশে “টোকা” দিচ্ছে। এই বৈশিষ্ট্য ‘তারিক’ শব্দের অর্থের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয়।

ইসলামি চিন্তাবিদরা মনে করেন, কোরআন কোনো জ্যোতির্বিজ্ঞানের পাঠ্যবই নয়, তবে এতে এমন অনেক ইঙ্গিত রয়েছে, যা আধুনিক বিজ্ঞান আবিষ্কারের বহু আগেই মানুষের সামনে তুলে ধরা হয়েছে। নিউট্রন স্টারের মতো অতিঘন ও রহস্যময় নক্ষত্রের ধারণা সে সময় মানুষের কল্পনারও বাইরে ছিল।

১ চামচ পদার্থের ওজন যদি এভারেস্টের চেয়েও ভারী হয়—তাহলে সেই নক্ষত্র যে কতটা ভয়ংকর ও বিস্ময়কর, তা সহজেই অনুমেয়। আধুনিক বিজ্ঞান আজ নিউট্রন স্টারের অস্তিত্ব প্রমাণ করলেও, বহু মুসলিম গবেষকের মতে, এর ইঙ্গিত কোরআনে বহু আগেই দেওয়া হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে