ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের যুদ্ধবিমান সিদ্ধান্তে কাঁপছে ভারত

২০২৬ জানুয়ারি ১০ ১০:৪৩:০৫
বাংলাদেশের যুদ্ধবিমান সিদ্ধান্তে কাঁপছে ভারত

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বিষয়টি নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে হওয়া আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত।

শুক্রবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব ধরনের উন্নয়ন আমরা সতর্কভাবে নজরে রাখছি।”

গত সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি আধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সওয়াল বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে এ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত এবং ভারতীয় আকাশসীমা ব্যবহারের বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী সমাধান করা হবে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমরা আগেও একাধিকবার মন্তব্য করেছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা এখনো লক্ষ্য করছি। উগ্রবাদীদের দ্বারা সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে।”

তিনি আরও বলেন, “এই ঘটনাগুলোকে প্রায়ই অতীতের ব্যক্তিগত শত্রুতা, প্রতিশোধপরায়ণতা, রাজনৈতিক মতপার্থক্য কিংবা বাহ্যিক কারণের সঙ্গে যুক্ত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের দৃষ্টিভঙ্গি চরমপন্থীদের সাহস জোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তোলে।”

বাংলাদেশ ও মিয়ানমারে প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “ভারত সবসময় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। আমরা একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই এবং সে আহ্বান অব্যাহত রাখছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে