ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জমাদিউস সানির চতুর্থ জুমা আজ, ইমান ও চরিত্র পর্যালোচনার আহ্বান

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:৫০:৩৭
জমাদিউস সানির চতুর্থ জুমা আজ, ইমান ও চরিত্র পর্যালোচনার আহ্বান

নিউজ ডেস্ক: সময় বয়ে চলার সঙ্গে সঙ্গে একজন মুমিনের জীবনে আসে আত্মপর্যালোচনা ও সংশোধনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। জমাদিউস সানি মাসের চতুর্থ জুমা তেমনই এক বরকতময় দিন, যা ইমান, আমল ও চরিত্রকে নতুন করে যাচাই করার সুযোগ এনে দেয়। এই দিনটি কেবল একটি সাপ্তাহিক ছুটি নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক অনন্য উপলক্ষ।

ইসলামে জুমার দিনকে মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের মর্যাদা দেওয়া হয়েছে। এদিন বেশি বেশি দরুদ পাঠ, গভীর মনোযোগে খুতবা শ্রবণ এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত। জুমার নামাজে আগেভাগে মসজিদে উপস্থিত হয়ে খুশু-খুজুর সঙ্গে সালাত আদায় করলে অন্তরে প্রশান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়। নামাজকে আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করাই এ দিনের শিক্ষা।

একই সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা জরুরি। নিয়মিত তিলাওয়াতের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবনের চেষ্টা করলে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে কোরআনের নির্দেশনা বাস্তবায়ন সহজ হয়। সন্তানদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করাও একজন সচেতন মুমিনের দায়িত্বের অংশ।

চতুর্থ জুমা আত্মশুদ্ধির বার্তাও বহন করে। অতীতের ভুল ও গুনাহের জন্য আন্তরিক তাওবা করা, প্রকাশ্য ও গোপন পাপ থেকে ফিরে আসার দৃঢ়সংকল্প নেওয়া এবং প্রতিদিনের আমল নিজে নিজে মূল্যায়নের অভ্যাস গড়ে তোলাই হলো আত্মসংযমের মূল ভিত্তি। বিপদে ধৈর্য ধারণ, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং নিজের চেষ্টা শেষে তাঁর ওপর পূর্ণ ভরসা করাই ইমানের দাবি।

পরিবারকেন্দ্রিক ইসলামি পরিবেশ গড়ে তোলাও এই জুমার গুরুত্বপূর্ণ শিক্ষা। স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং পারিবারিকভাবে নামাজ ও দ্বীনি আলোচনার চর্চা একজন মুমিনের জীবনকে সুসংগঠিত করে তোলে। পাশাপাশি সমাজে প্রতিবেশীর হক আদায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াও ইসলামের মৌলিক নির্দেশনার অন্তর্ভুক্ত।

অতিরিক্ত ভোগবিলাস ও অপচয় পরিহার করে সংযত জীবনযাপনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য বানানোই প্রকৃত সফলতা। ইসলামের মহান মনীষী ও সালাফদের জীবন থেকে সংযম, ত্যাগ ও পবিত্রতার শিক্ষা গ্রহণ করে ইমান রক্ষায় সচেতন থাকা আজকের সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক।

প্রতিটি জুমাকে যদি আত্মশুদ্ধির একটি নতুন মাইলফলক হিসেবে গ্রহণ করা যায়, তবে ছোট হলেও নিয়মিত ভালো আমলের অভ্যাস গড়ে ওঠে। গুনাহমুক্ত জীবনের পথে অবিচল থাকার দৃঢ় অঙ্গীকারই হতে পারে জমাদিউস সানি মাসের এই চতুর্থ জুমার প্রকৃত শিক্ষা।

হে আল্লাহ, আপনি আমাদের অন্তর পরিশুদ্ধ করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের আমল কবুল করুন। এই বরকতময় জুমাকে আমাদের জীবনে হেদায়েত ও কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে