ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

২০২৬ জানুয়ারি ১০ ১৮:৩৪:৪৯
২টি আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) কমিশন দুটি আসনের জন্য প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানায়।

নির্বাচন পরিচালন-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাবনা জেলার আসন দুটি সীমানা সংক্রান্ত একটি মামলার কারণে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নম্বর-১৭,০০,০০,০০০০,০৩৪,৩৬,০০৯,২৫-৩৬৭ অনুযায়ী, সীমানা নির্ধারণ সংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ মামলার আপিল বিভাগ গত ৫ জানুয়ারি যে আদেশ দিয়েছেন, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গত সোমবার পাবনা-১ ও পাবনা-২ আসনের পূর্বের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর ২০২৫ সালের সংশোধিত বিজ্ঞপ্তির অংশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত প্রযোজ্য থাকবে।

প্রসঙ্গত, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

গত বছরের ৪ সেপ্টেম্বর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেছিল। তাতে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা পাবনা-১ আসনে এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

এ গেজেটের দুটি আসন সংক্রান্ত অংশের বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে