ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

২০২৬ জানুয়ারি ১০ ১০:৫২:০২
ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

নিজস্ব প্রতিবেদক : ডিম বাঙালির রান্নাঘরের এক অবিচ্ছেদ্য উপাদান। প্রাতঃরাশের ওমলেট থেকে শুরু করে দুপুরের পোলাও কিংবা রাতের হালকা খাবার—প্রায় প্রতিদিনের মেনুতেই থাকে ডিম। প্রোটিন, ভিটামিন ও খনিজে ভরপুর এই খাবারকে অনেকেই ‘সুপারফুড’ বলে থাকেন।

তবে বিশেষজ্ঞদের মতে, কিছু নির্দিষ্ট খাবারের সঙ্গে ডিম খেলে তার পুষ্টিগুণ নষ্ট হতে পারে। এমনকি হজমের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে ডিম খাওয়ার সময় কিছু খাবার এড়িয়ে চলাই ভালো।

জেনে নিন, ডিমের সঙ্গে যে ৫ খাবার ভুলেও খাওয়া উচিত নয়—

১. দুধ ও দুগ্ধজাত খাবার

অনেকে ডিমের সঙ্গে দুধ বা পনির খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, এই সংমিশ্রণ হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। দুধ ও ডিম একসঙ্গে খেলে গ্যাস, পেট ফাঁপা এবং অস্বস্তি দেখা দিতে পারে। তরমুজের মতো কিছু ফলও ডিমের সঙ্গে এড়িয়ে চলা ভালো।

২. চায়ের সঙ্গে ডিম

অনেকেই নাশতায় চায়ের সঙ্গে ডিম খেতে পছন্দ করেন। কিন্তু এই অভ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। দীর্ঘদিন এমন চললে হজমতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৩. পার্সিমন (জাপানি ফল)

টমেটোর মতো দেখতে এই ফলটি পুষ্টিগুণে ভরপুর হলেও ডিম খাওয়ার পর এটি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে। এমনকি শরীরে টক্সিন জমার ঝুঁকিও তৈরি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৪. সয়া মিল্ক

সয়া দুধের সঙ্গে ডিম খেলে শরীরে প্রোটিন শোষণে বাধা সৃষ্টি হতে পারে। ফলে ডিম থেকে যে প্রোটিন পাওয়ার কথা, তা পুরোপুরি কাজে লাগে না।

৫. চিনি দিয়ে ডিম

চিনি দিয়ে ডিম রান্না বা ডিমের সঙ্গে অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এতে উৎপন্ন কিছু রাসায়নিক উপাদান শরীরের জন্য বিষক্রিয়াজনিত সমস্যা তৈরি করতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে