ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

২০২৫ নভেম্বর ০২ ১৫:৫৬:০৩
জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়— এমনটাই জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “ডা. জাকির নায়েককে যারা বাংলাদেশে আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি স্পষ্টভাবে জানিয়েছি, এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তিনিই দেশে আসতে পারবেন।”

তিনি আরও বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবহিত নন। সাধারণত কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে আসলে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে। আমি এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখি না।”

জাকির নায়েকের সফরে তাঁর ব্যক্তিগত মতামত জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, “আমার সম্মতি বা অসম্মতির প্রশ্ন আসে না। বিদেশি অতিথি দেশে আসবেন কি না, তা একান্তই সরকারের সিদ্ধান্ত। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি দিলে তিনি আসবেন।”

এর আগে ড. জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম শনিবার (১ নভেম্বর) বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ৩০ অক্টোবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি। যদি তিনি বাংলাদেশ সফরে যান, তবে ভারত আশা করে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে।”

এর আগে ২৮ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, “জাকির নায়েকের সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো অবগত নয়। আমি এরকম কোনো আমন্ত্রণ বা আনুষ্ঠানিক তথ্য পাইনি।”

তবে গত ১২ অক্টোবর স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ গণমাধ্যমকে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি নিজের একটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানানো হয়। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে