ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

নেকাবের পরিবর্তে মাস্ক পরলে পর্দা হবে কিনা জেনে নিন সঠিক মাসআলা

২০২৫ অক্টোবর ২৭ ১২:১১:৫৮
নেকাবের পরিবর্তে মাস্ক পরলে পর্দা হবে কিনা জেনে নিন সঠিক মাসআলা

নিজস্ব প্রতিবেদক: ইসলামে নারীর পর্দা সম্পর্কে সর্বদা প্রশ্ন উঠে এসেছে, বিশেষ করে বর্তমান সময়ে। শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ইদানীং অনেক নারী নেকাব না পরে মাস্ক পরে মুখ ঢাকছেন। এ ক্ষেত্রে প্রশ্ন উঠে—এটি কি পর্দার আওতায় পড়ে?

শায়খ বলেন, করোনাভাইরাস মহামারী এক ধরনের নতুন দিক খুলে দিয়েছে। আগে অনেকেই বলতেন যে পুরো দেহ ঢাকা বা বোরকা পরা “অমানবিক” বা “অসম্ভব।” কিন্তু মহামারীর সময় আমরা দেখেছি, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তারা মাথা থেকে পা পর্যন্ত সাদা অ্যাপ্রন পরে ৮–১২ ঘণ্টা কাজ করছেন। এই অ্যাপ্রনগুলো সাধারণ বোরকার তুলনায় অনেক বেশি কঠিন, টাইট এবং গরম। এটি প্রমাণ করে যে সম্পূর্ণরূপে শরীর ঢাকা অসম্ভব নয়।

শায়খ আরও বলেন, অনেক নারী মাস্ক ব্যবহার করে নিজেদের সৌন্দর্য ঢেকে রাখছেন। যদি মাস্ক এমন হয় যে পুরো মুখমণ্ডল ঢাকা যায় এবং সৌন্দর্য যথাযথভাবে আবৃত থাকে, তাহলে এটি পর্দার আওতায় গণ্য হবে। অর্থাৎ, পর্দা হিসেবে কেবল নেকাব পরার বাধ্যবাধকতা নেই। মাস্কের মাধ্যমে মুখ ঢাকা গেলে এবং নিজের সৌন্দর্য আবৃত রাখা যায়, এটি যথেষ্ট পর্দা হিসেবে বিবেচিত হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে