ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

২০২৫ অক্টোবর ২১ ১৫:৪৪:৫২
তালাকের পর যা জানালেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামি আলোচক ও বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার সাবেক স্ত্রী সাবিকুন নাহার-এর মধ্যকার পারিবারিক বিরোধ এবং সাম্প্রতিক সামাজিক উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুজনেই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির মীমাংসার ঘোষণা দেন।

আবু ত্বহা তার স্ট্যাটাসে লিখেছেন,“পারিবারিক বিষয়টি দেশের বরেণ্য ওলামায়ে কেরামের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক সুন্দরভাবে নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ।”

✅ তালাক প্রসঙ্গে মূল আপডেট:

খুলা তালাক সম্পন্ন:ওলামায়ে কেরামের উপস্থিতিতে আবু ত্বহা তার সাবেক স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন। এতে তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।

মোহরানা ও দেনা-পাওনা:বিয়ের মোহরানা পূর্বেই সম্পূর্ণ পরিশোধ করা হয়েছিল। এ বিষয়ে কোনো দেনা-পাওনা বাকি নেই।

স্বর্ণ ও অর্থ ফেরতের প্রসঙ্গ:সাবিকুন নাহার দাবি করেছেন, তিনি প্রতিষ্ঠানকে অতীতে প্রায় ৮ ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার হিসেবে দিয়েছিলেন। ওলামায়ে কেরামের মজলিস এ অর্থ ফেরতের সময়সীমা নির্ধারণ করেছে এবং প্রতিষ্ঠান তা মেনে নিয়েছে।এ প্রসঙ্গে বলা হয়েছে, "৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক" সংক্রান্ত সামাজিক গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।

সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত:বাচ্চাদের অভিভাবকত্ব ও দায়িত্ব নিয়ে শরিয়াহ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যা উভয়পক্ষ মেনে নিয়েছে।

আবু ত্বহা অনুরোধ করেছেন,“গুজবে কান দেবেন না, মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়াবেন না। বিষয়টি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিষ্পত্তি হয়েছে। এখন এ নিয়ে নতুন করে আলোচনা না করাই শ্রেয়।”

সাবিকুন নাহার জানান,“একটি দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে ওলামায়ে কেরামের দিকনির্দেশনায় বিষয়টির সুন্দর মীমাংসা হয়েছে।”তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট, আবেগ ও উদ্বেগে কারও প্রতি তার কোনো গুনাহ হয়ে থাকলে তিনি আল্লাহর দরবারে খোলা তওবা করেছেন।

তিনি আরও বলেন,“আমি ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো কথা বলব না। যারা এই ইস্যুতে আলোচনা-সমালোচনা করছেন, তাদেরও বিরত থাকার অনুরোধ করছি।”

সবশেষে তিনি মিডিয়া ও জনসাধারণকে অনুরোধ জানান,“আমার পারিবারিক আলোচনার কোনো অডিও বা ভিডিও ক্লিপ সংরক্ষণ বা প্রচার না করে তা ডিলিট করে দিন। এটি দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে