ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

হিজরাদের নামাজ পড়ার বিষয়ে শরিয়তের ব্যাখ্যা

২০২৫ অক্টোবর ২০ ১৫:৪৫:১৮
হিজরাদের নামাজ পড়ার বিষয়ে শরিয়তের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের মানুষ মসজিদে নামাজ আদায় করতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ শরিয়ত ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টি ব্যাখ্যা করেছেন। বক্তব্যে তিনি প্রকৃত তৃতীয় লিঙ্গ, ভুয়া পরিচয়ে নামধারী ব্যক্তি, এবং মুসলিম উম্মাহ ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বিস্তারিত কথা বলেন।

প্রকৃত তৃতীয় লিঙ্গের নামাজ আদায়:

শায়খ আহমাদুল্লাহ বলেন, যেসব ব্যক্তি শারীরিক ও চিকিৎসা পরীক্ষায় প্রমাণিত হন যে, তারা নারী ও পুরুষ উভয়ের বৈশিষ্ট্য বহন করছেন, তাদের "খুনসা" হিসেবে চিহ্নিত করা হয়। শরিয়ত অনুযায়ী, যদি তাদের মধ্যে পুরুষসুলভ বৈশিষ্ট্য প্রাধান্য পায়, তবে তারা পুরুষদের কাতারে নামাজ আদায় করবেন।

চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে যদি নারীত্বের কিছু বৈশিষ্ট্য অপসারণ করে তাদের পুরুষ হিসেবে স্থায়ীভাবে রূপান্তর সম্ভব হয়, তাহলে শরিয়ত সে সুযোগও অনুমোদন করে।

ভুয়া তৃতীয় লিঙ্গধারীদের বিষয়ে সতর্কতা:

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা প্রকৃত তৃতীয় লিঙ্গ নন, তবে সুবিধার জন্য বা অন্য উদ্দেশ্যে তৃতীয় লিঙ্গের ভান করেন। এদের মধ্যে অনেকেই সমকামীতা লুকাতে তৃতীয় লিঙ্গের পোশাক পরিধান করেন বলে তিনি অভিযোগ করেন।এই আচরণকে তিনি "দণ্ডনীয় অপরাধ" হিসেবে আখ্যা দিয়ে বলেন, এসব ব্যক্তি সমাজ ও আইন উভয়ের চোখে অপরাধী।

রাষ্ট্র ও সমাজের দায়িত্ব:

শায়খ আহমাদুল্লাহর মতে, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রকৃত তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে বিদ্বেষ ও কুসংস্কার দূর করা।তিনি আরও বলেন, যারা ভুয়া পরিচয়ে তৃতীয় লিঙ্গের সুবিধা নিতে চান, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এক উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে, অনেক আবেদনকারী মেডিকেল পরীক্ষায় প্রকৃত তৃতীয় লিঙ্গ না বলে প্রমাণিত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে