ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

হজ্জ-উমরার সময় নারীদের পর্দার বিধান নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

২০২৫ অক্টোবর ১৯ ১১:৪৭:৫১
হজ্জ-উমরার সময় নারীদের পর্দার বিধান নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় আলোচক শায়খ আহমাদুল্লাহ হজ ও উমরার সময় নারীদের পর্দা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন। তিনি বলেন, হজ কিংবা উমরার সময় ভিড় ও পুরুষ-নারীর একত্র চলাচল থাকলেও ইসলামে নারীদের জন্য পর্দা করার বিধান অপরিবর্তনীয়।

আলোচনায় তিনি উল্লেখ করেন, নারীরা এহরামের সময় সেলাই করা নেকাব ব্যবহার করতে পারবেন না, তবে পরপুরুষের উপস্থিতি হলে ওড়না বা চাদর দিয়ে মুখ ঢেকে রাখা উচিত, যাতে তাদের সৌন্দর্য দৃষ্টিগোচর না হয়। এটি একটি আবশ্যক কর্তব্য, বিশেষ করে যখন চারপাশে প্রচুর পরপুরুষ থাকে।

তিনি আরও বলেন, যেমন হজরত আয়েশা (রা.) হজের সময় চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখতেন, তেমনি বর্তমান নারীদেরও উচিত এই সুন্নাহ অনুসরণ করা। পুরুষদের ক্ষেত্রেও রয়েছে দৃষ্টির পর্দা বা নজর নিয়ন্ত্রণের বিধান, যা কুরআনের নির্দেশ।

তিনি সতর্ক করে বলেন, অনেক নারী হজ বা উমরায় গিয়ে “বিশেষ অবসরে” ভাবেন যে, পর্দার বিধান শিথিল—এটি ভুল ধারণা। ইসলামে যে কোনো অবস্থায় নারীদের লজ্জাস্থান ও সৌন্দর্য ঢেকে রাখা অপরিহার্য, বিশেষ করে এমন জায়গায় যেখানে অপরিচিত পুরুষদের উপস্থিতি অবধারিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে