ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

২০২৫ অক্টোবর ১২ ১০:৩৯:০২
পাঁচ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অভিযানে সহায়তা করেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিম্নোক্ত জরিমানা করা হয়:

রাজধানী বেকারি, আকবরনগর – পচা ডিম ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির দায়ে ২ লাখ টাকা

ইদ্রিস আলী, কমলপুর – ভেজাল শিশু খাদ্য উৎপাদনে ২ লাখ টাকা

বন্ধন বেকারি, কমলপুর – নিবন্ধন ও মোড়কীকরণ ছাড়া খাদ্য উৎপাদনে ১ লাখ টাকা

মনিমুক্তা হোটেল, কলতাকান্দা – বাসি মাংস ফ্রিজে সংরক্ষণসহ নানা অপরাধে ১ লাখ টাকা

বিসমিল্লাহ হোটেল, দুর্জয় মোড় – রান্নাঘরের পাশে খোলা টয়লেটসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় ১ লাখ টাকা

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে