ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

ময়মনসিংহের সঙ্গে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

২০২৫ অক্টোবর ১২ ১০:২২:৫৬
ময়মনসিংহের সঙ্গে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রবিবার সকাল থেকে ময়মনসিংহ টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এ সিদ্ধান্তের পেছনে রয়েছে জুলাইযোদ্ধা আবু রায়হানকে পরিবহন শ্রমিকের দ্বারা লাঞ্ছিত করার ঘটনা।

পুলিশ জানায়, গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে জুলাইযোদ্ধা আবু রায়হান একটি বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে তার শরীর ধাক্কা লাগে। রায়হান নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে দুঃখপ্রকাশ করলেও, শ্রমিক অরুণ ঝন্টু তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে ও বাস থেকে নামিয়ে দেন।

এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা শুক্রবার রাত ৯টা থেকে ময়মনসিংহ শহরের ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত অরুণ ঝন্টুকে আটক করে।

এই ঘটনার জেরে শনিবার সকাল ১১টা থেকে পরিবহন শ্রমিকরা ময়মনসিংহ বাইপাস সড়কে অবরোধ শুরু করে। এর ফলে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ হয়ে পড়ে।

বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী স্ট্যান্ডে আটকা পড়েন। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহন খুঁজে ব্যর্থ হন। বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বলি হচ্ছেন সাধারণ মানুষ, এমন মন্তব্য করছেন যাত্রীরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে