ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপিকে সর্বোচ্চ ২০ আসন ছাড়ার বার্তা বিএনপির 

২০২৫ অক্টোবর ১২ ০৯:০৪:৩৭
এনসিপিকে সর্বোচ্চ ২০ আসন ছাড়ার বার্তা বিএনপির 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী তৎপরতা ও কৌশল নির্ধারণ শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজপথের আন্দোলন থেকে শুরু করে নির্বাচনী প্রস্তুতি—সবখানেই বাড়ছে দলগুলোর গতিশীলতা। আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য জোট গঠন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য অন্তত ১০০ আসন

গণঅভ্যুত্থান থেকে রাজনৈতিক অঙ্গনে উঠে আসা এনসিপি অন্তত ১০০টি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দলে রয়েছে তরুণ নেতৃত্ব এবং বিকল্পধারার রাজনৈতিক বার্তা। এনসিপি জানিয়েছে, ৩০০ আসনে অংশ নেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য থাকলেও প্রাথমিকভাবে তারা অন্তত এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন করতে চায়।

বিএনপি-এনসিপির মধ্যে আসন বণ্টন আলোচনা

সূত্র মতে, ইতোমধ্যেই বিএনপির সঙ্গে এনসিপির একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় রয়েছে আসন বণ্টন ও কৌশলগত অংশীদারিত্ব।বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, এনসিপি যদি ২০-দলীয় জোটে যোগ দেয়, তাহলে তাদের জন্য প্রায় ২০টি আসন ছাড় দেওয়া হতে পারে।

উল্লেখ্য, গত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি তাদের শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়েছিল।

সরকার গঠনে প্রস্তুত বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দুটি সাক্ষাৎকারে বলেন, বিএনপি রাজনৈতিক শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত।তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলগুলোকেও এ জোটে যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

জোট গঠনে এনসিপির অভ্যন্তরীণ বৈঠক

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচন ও সম্ভাব্য জোট গঠনের বিষয়ে জরুরি বৈঠক হয়েছে।তবে বৈঠকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন,“আমরা অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে এগোতে চাই। ভালো অর্জনের সম্ভাবনা থাকলে সেই জোটেই আমরা যাবো।”

হেফাজতের ভোট ব্যাংক ধরে রাখতে চায় বিএনপি

বিএনপি মনে করছে, হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসাভিত্তিক একটি শক্তিশালী ভোট ব্যাংক। এ ভোট ব্যাংক হারাতে চায় না বিএনপি।সূত্রে জানা গেছে, হেফাজতের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে ইতোমধ্যে সক্রিয় ভূমিকা নিচ্ছে দলটি।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, রাজনৈতিক দলগুলো এখনো প্রাথমিক আলোচনা ও অবস্থান যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আসন ভাগাভাগি, কৌশলগত জোট, এবং সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে