ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

১০ বছরের অপেক্ষার পর অবশেষে সরকারি বেতন দ্বিগুণ

২০২৫ অক্টোবর ০৫ ১০:৫৩:৩৩
১০ বছরের অপেক্ষার পর অবশেষে সরকারি বেতন দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির কাজ শুরু করেছে বেতন কমিশন। এই কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে। প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন হবে প্রায় এক লাখ ৫৬ হাজার টাকা, আর সর্বনিম্ন ২০তম গ্রেডে বেতন ধরা হবে ১৬ হাজার ৫০০ টাকা।

কমিশনের সদস্যদের একটি সূত্র জানায়, মূল্যস্ফীতি বিবেচনায় আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন স্কেলের সুপারিশ করা হবে। বর্তমানে থাকা ২০টি গ্রেড কমিয়ে বেতন অনুপাতে সামঞ্জস্য করার পরিকল্পনা চলছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং পরবর্তী রাজনৈতিক সরকারের অপেক্ষা করা হবে না।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল, যেখানে সর্বোচ্চ গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ এবং সর্বনিম্ন বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে