ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যে পাপে নগরীর মানুষ-পশু সবাই এখনো পাথরের মূর্তি

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৬:১৮:৩৭
যে পাপে নগরীর মানুষ-পশু সবাই এখনো পাথরের মূর্তি

নিজস্ব প্রতিবেদক : প্রাচীন ইতালির ভেসুভিয়াস পর্বতের পাদদেশে অবস্থিত পম্পেই নগরী ছিল তৎকালীন অভিজাত ও বিত্তবানদের আবাসস্থল। তবে, ৭৯ খ্রিস্টাব্দে এক আকস্মিক দুর্যোগে শহরটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে যায়।

পম্পেই নগরীর ধ্বংসের কারণ ছিল ভেসুভিয়াস পর্বতের ভয়াবহ অগ্ন্যুৎপাত। দিনের বেলায় মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত ৭৫ ফুট অগ্নিলাভা আর ছাই-ভস্মের নিচে বিলীন হয়ে যায় গোটা শহর। এর ফলে, শহরের মানুষ, পশুপাখি ও গাছপালা জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হয়, যা দেখলে মনে হয় তাদের দেহে কখনো প্রাণ ছিল না।

ইসলামী ধর্মগ্রন্থ অনুযায়ী, পম্পেই নগরীর ধ্বংস ছিল খোদার গজব, যা তাদের সীমাহীন পাপাচার ও অনৈতিকতার ফল। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেছেন, "আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা ছিল জালিম এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি।"

পম্পেই নগরীতে বিদ্যমান অনাচার ও পাপাচারের মধ্যে উল্লেখযোগ্য ছিল:

হিং‌স্রতা ও অবাধ যৌনতা: পম্পেইবাসীরা হিংস্রতা, ব্যভিচার ও অবাধ যৌনতার মতো পাপাচারে লিপ্ত ছিল।

অসামাজিক কার্যকলাপ: তারা নিজেদের চিত্তবিনোদনের জন্য ঘৃণ্যতম সব পন্থা অবলম্বন করতো, যার মধ্যে মানুষ ও পশুর মধ্যে যুদ্ধ এবং মানুষে মানুষে মারামারি করে রক্তাক্ত করা ও মেরে ফেলা ছিল সাধারণ ঘটনা।

স্রষ্টাকে ভুলে যাওয়া: বিপুল সম্পদ ও বিত্ত-বৈভবের মধ্যে ডুবে থেকে তারা মহান স্রষ্টাকে ভুলে গিয়েছিল।

পম্পেই নগরীটি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৭ম শতাব্দীর দিকে ইতালির তৎকালীন রাজা ওসকান কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে, ইউরোপে সংঘটিত বিভিন্ন যুদ্ধবিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব ৮০ খ্রিস্টাব্দে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়। এরপর এটি রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর ও বাণিজ্য নগরীতে পরিণত হয়। ক্রমেই এটি সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত-বৈভব আর অভিজাত নগরী হয়ে ওঠে, কিন্তু নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়।

পম্পেই নগরীর ধ্বংস মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে