ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অলস আমানতের ফাঁদে সরকার

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:১৯:৪৩
অলস আমানতের ফাঁদে সরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বিপুল পরিমাণ অর্থ — যাকে 'অলস আমানত' বলে উল্লেখ করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৮৬ হাজার কোটি টাকা। অথচ অর্থসংকটে থাকা সরকার উচ্চ সুদে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ফলে সুদ ব্যয় বেড়েই চলেছে।

কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়ানোর ফলে ব্যাংকগুলোর আমানতের সুদও বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত অর্থ ব্যাংকে রেখে সুদ থেকে মোটা অঙ্কের মুনাফা করছে।

উদাহরণস্বরূপ, পদ্মা অয়েল কোম্পানি ২০২৫ সালের প্রথম তিন মাসে ১৭৭ কোটি টাকা সুদ আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৭৭ কোটি বেশি।

ব্যাংকে রাখা অর্থের শ্রেণিবিন্যাস:

মোট মেয়াদি আমানত: ১,৮১,৯৫২ কোটি টাকা

সরকারি কার্যালয় ও মন্ত্রণালয়: ৫৫,৮২০ কোটি

রাষ্ট্রায়ত্ত সংস্থা, বীমা, পেনশন ফান্ড: ১,২৬,১৩২ কোটি

বিশেষ নোটিস আমানত (SND): ১,০৩,৯৫০ কোটি টাকা

কিছু প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকে অর্থ রেখে তা ফেরত পাচ্ছে না।যেমন: জলবায়ু ট্রাস্টের পদ্মা ব্যাংকে রাখা ৮৭৩ কোটি টাকা এখনো অচল।

২০২৫-২৬ অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে নিট ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অথচ এই ‘অলস আমানত’ অর্থনীতির চাকা ঘোরাতে ব্যবহার করা যাচ্ছে না।

বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন:“সরকার যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে কোম্পানিগুলোর কার্যক্রম ব্যাহত হতে পারে। তার বদলে প্রতিষ্ঠানের সুশাসন ও দক্ষতা বাড়ানো জরুরি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে