ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিজিটাল লেনদেন সেবায় আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলালিংকের

২০২৫ ডিসেম্বর ১১ ১১:৪৪:২১
ডিজিটাল লেনদেন সেবায় আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলালিংকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। ডিজিটাল আর্থিক সেবা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংক যে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে, তা পাওয়ার মাধ্যমে সারা দেশে এ সেবা চালুর পথ উন্মুক্ত হলো।

জানা যায়, বাংলালিংকসহ তিনটি প্রতিষ্ঠান পিএসপি সেবার অনুমতি পেয়েছে। এগুলো পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ভবিষ্যতে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে প্রতিষ্ঠানগুলো, যা সেবার পরিধি আরও বিস্তৃত করবে।

পিএসপি সেবা চালু হলে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো, দেশে-বিদেশে রেমিট্যান্স গ্রহণ, বিদ্যুৎ ও বিভিন্ন সরকারি বিল পরিশোধ, অনলাইন শপিং পেমেন্ট, দোকানদারকে অর্থ প্রদান, বেতন-ভাতা বিতরণ, সঞ্চয় ও বিমার কিস্তি পরিশোধ—এমন বহু ডিজিটাল আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলালিংক জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম এবং তাদের ‘ডিও১৪৪০’ ডিজিটাল সেবা কৌশল অনুসরণ করে প্রতিষ্ঠানটি মানুষের প্রতিদিনের প্রতিটি মিনিটকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় আর্থিক ও ডিজিটাল সেবা হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভিয়ন—বাংলালিংকের মূল প্রতিষ্ঠান—এই অনুমোদনকে নগদবিহীন অর্থনীতির ভিত্তি মজবুত করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, দেশের বিস্তৃত নেটওয়ার্ক এবং ভিয়নের বৈশ্বিক দক্ষতা কাজে লাগিয়ে নিরাপদ, সহজ এবং অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলালিংক। তার ভাষায়, সবার জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করাই তাদের মূল অঙ্গীকার।

তিনি আরও জানান, ভবিষ্যতেও বাংলালিংক এমন নতুন উদ্ভাবনে কাজ করবে যা মানুষের জীবনকে আরও সহজ করবে, ডিজিটাল ক্ষমতায়ন বাড়াবে এবং বাংলাদেশকে একটি সংযুক্ত ও আধুনিক ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে নেবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে