ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভ্যাট আদায় হলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১০ ১৯:৫৫:৫৯
ভ্যাট আদায় হলেও সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট আদায়ের প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ বলেন, ভ্যাট আদায় হলেও অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না। আজ বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক সেমিনারে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নের জন্য ভ্যাট একটি আধুনিক ব্যবস্থা এবং এটি নিয়ে কোনো বিতর্ক নেই। তবে জিডিপির তুলনায় বাংলাদেশে ভ্যাট আদায়ের পরিমাণ বেশ কম। তিনি জোর দিয়ে বলেন, ভ্যাট যেন সরকারের কোষাগারে পৌঁছায়। আমার দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভ্যাট আদায় হলেও সরকারের কোষাগারে অনেক সময় পৌঁছায় না।

তিনি বলেন, বিদেশে ভ্যাট দেওয়া ছাড়া ক্রয় করা যায় না, অথচ আমাদের দেশে ভ্যাটের বিষয়টি সব স্থানে কার্যকর হয়নি।

ড. সালেহউদ্দীন আহমেদ রাজস্ব বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, "কর জিডিপি এত কম। সরকারের সম্পদ না বাড়ালে কাজ করব কীভাবে? রাজস্ব বাড়াতে হবে।" তিনি বলেন, জনগণের স্বেচ্ছায় রাজস্ব প্রদানে এগিয়ে আসার জন্য হাসপাতাল ও শিক্ষায় উন্নত সেবা নিশ্চিত করা জরুরি।

এনবিআর-কে উদ্দেশ্য করে তিনি বলেন, "এনবিআরকে বলব, পরিধি বাড়ান, আধুনিকায়ন করেন। সম্পূরক ডিউটি কমান। না হলে বেশি আগানো যাবে না।" তিনি প্রশ্ন তোলেন—কর দিলে যদি সেবা না পাওয়া যায়, তবে জনগণ কেন কর দেবে? সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব নাজমা মোবারেক জানান, সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং এই মোমেন্টাম ধরে রাখতে হবে। অটোমেশন একটি বড় সাফল্য এবং ভ্যাট অব্যাহতি কমানোর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি হয়েছে।

আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ভ্যাট আদায় প্রত্যাশিত মাত্রার তুলনায় পিছিয়ে আছে, যদিও সম্ভাবনা রয়েছে। তিনি ভোক্তা ও ব্যবসায়ী উভয় পক্ষকেই ভ্যাট প্রদানে ও আদায়ে কোনো ব্যত্যয় না করার আহ্বান জানান। এফআইসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমান ভ্যাট না দিলে কী হবে, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন।

উল্লেখ্য, ‘সময়মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহর ও কমিশনার কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে