ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ছড়িয়ে পড়া ছবির রহস্য ফাঁস করলেন তাহসান নিজেই

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৪:৫১:২৩
ছড়িয়ে পড়া ছবির রহস্য ফাঁস করলেন তাহসান নিজেই

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তাহসানের কোলে এক নবজাতকের ছবি ভাইরাল হয়, যার ক্যাপশনে দাবি করা হয় "তাহসান ও রোজা দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি!" অর্থাৎ, তাহসান বাবা হয়েছেন এমনটাই দাবি করেন অনেক ভক্ত ও অনুসারী।

ছবিটিতে দেখা যায়, তাহসান একটি হাসপাতালের কক্ষে বসে আছেন, তার কোলে একটি সদ্যজাত শিশু। ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, এক্স (টুইটার) ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে। কেউ কেউ অভিনন্দন জানাতেও শুরু করেন।

তবে বিষয়টি একেবারেই ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় তাহসান বলেন,"এই ছবিটা প্রায় তিন বছর আগের। ছবিতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে, সে আমার ছোট ভাইয়ের সন্তান। আমি তখন হাসপাতালে ওকে দেখতে গিয়েছিলাম। এটি কোনোভাবেই আমার সন্তান নয়।"

তিনি আরও বলেন,"সোশ্যালে কোনো কিছু যাচাই না করে এভাবে ছড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। এতে আমি ও আমার পরিবার বিব্রত হচ্ছি।"

সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে তাহসান এখন ব্যস্ত তার 'রজতজয়ন্তী কনসার্ট ট্যুর' নিয়ে। জানা গেছে, তিনি সেপ্টেম্বর মাসজুড়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে লাইভ পারফরম্যান্সে অংশ নেবেন। এর মধ্যেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

২০২৫ সালের ৫ জানুয়ারি, চার মাসের পরিচয়ের পর তাহসান রহমান খান বিয়ে করেন রোজা আহমেদকে। বিয়ের খবরটি নিয়েও সোশ্যালে বেশ আলোচনা হয়েছিল।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে