ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

প্রিন্স মামুনের সেলুন কেনা প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

২০২৫ সেপ্টেম্বর ০১ ১২:৪৪:৪৩
প্রিন্স মামুনের সেলুন কেনা প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক :ঢালিউডের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস, যিনি এক দশকের বেশি সময় ধরে প্রায় ১০০ ছবিতে সাহসিকতা ও আবেগে ভরপুর অভিনয় করেছেন, বর্তমানে সিনেমার চেয়ে ব্যবসা, ফটোশুট ও শোরুম উদ্বোধনে বেশি খুঁজে পান নিজেকে। একসময় রূপ-গুণে দর্শক মুগ্ধ করা এই নায়িকা, এখন নানা ব্যবসায় প্রবেশ করছেন—তাদের মধ্যে নতুন খবর—টিকটকার প্রিন্স মামুনের সেলুনটি কিনে নেওয়ার বিষয়ে।

সম্প্রতি বেশ আলোচিত হয়েছে যে অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন। নেটিজেনরা এই বিষয়ে নানা প্রশ্ন তুলছেন, বিপুল প্রতিক্রিয়া দিচ্ছেন।

সেলুনের মালিক প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন,“অপু আপুর সঙ্গে কি ডিল হয়েছে—we’ll share details later।”তিনি আরও জানান, “সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।”

পরবর্তীতে অপু বিশ্বাস বললেন,“যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। এখানে যারা আছেন—আমি (অপু বিশ্বাস), মাসুদ খান, কাজী মাহফুজ—এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে