ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কান্নাভেজা পোস্টে বাঁচার আকুতি জানালেন আব্দুল কাদের

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৭:০৬:৪৬
কান্নাভেজা পোস্টে বাঁচার আকুতি জানালেন আব্দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রাজাকার নিয়ে দেওয়া সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তাকে নানাভাবে অনলাইন ও অফলাইনে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন,“আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।”

তিনি জানান, বক্তব্যের পর থেকে তিনি রাতে ঘুমাতে পারছেন না, মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে এবং শরীর কাঁপছে। মানসিকভাবে তিনি চরমভাবে বিপর্যস্ত।

আব্দুল কাদের আরও বলেন,“১০ দিন আগের বক্তব্য কেটে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। পুরো বক্তব্য না তুলে দিলে মানুষ বিষয়টা বোঝে না। শুধু অনলাইনে হেনস্তা নয়, আমার বাড়িতে গিয়েও আমার মাকে কথা শুনাচ্ছে—এটা আমি মেনে নিতে পারছি না।”

তিনি প্রশ্ন তোলেন, “একজন মানুষকে নিয়ে আর কত করা যায়? মানুষের সহ্যক্ষমতা তো সীমিত।”এখনো ডাকসু নির্বাচনের আরও ৫ দিন বাকি রয়েছে, আর এতেই তার মানসিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানান কাদের।

এদিকে, আব্দুল কাদের যে প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন—গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, তারা অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের অনুপযুক্ত জায়গায় রাখা হয়েছে।

তাদের দাবি, নির্বাচনকে প্রভাবিত করতে গভীর ষড়যন্ত্র চলছে, যা গোটা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে