ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পতনের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের আভাস

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৫:১৭:২৪
পতনের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের আভাস

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেলেও আজ বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বিনিয়োগকারীরা এখনও উত্থানের সম্ভাবনার আভাস দেখছেন।

এদিন সূচক ও লেনদেন সামান্য কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আগের কর্মদিবসগুলোতে সূচকের সঙ্গে সঙ্গে অধিকাংশ শেয়ারের দর কমার প্রবণতা লক্ষ্য করা যেত, আজ তার বিপরীত চিত্র দেখা গেছে। এই পরিস্থিতি বাজারের ভবিষ্যৎ বৃদ্ধির প্রত্যাশা জাগাচ্ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে সূচকের লেনদেন উত্থানের সঙ্গে শুরু হলেও অল্প সময়ের মধ্যে পতনের ধারা স্পষ্ট হয়। এরপর সূচক আবার উপরের দিকে ওঠে এবং দিনের মধ্যে স্বাভাবিক ওঠানামার সঙ্গে লেনদেন চলতে থাকে। দুপুর ১টায় সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৯ পয়েন্টে পৌঁছায়, তবে দিনের শেষে সূচকের তীর পুনরায় নিচে নামে। দিনের শেষ পর্যন্ত সূচক এবং টাকার অংকে লেনদেন সামান্য কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী ছিল।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪.২৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোতে ডিএসইএস ৩.৬২ পয়েন্ট কমে ১ হাজার ২৩০.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট কমে ২ হাজার ১৮২.৭৫ পয়েন্টে শেষ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৪৫টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। মোট শেয়ার লেনদেনের পরিমাণ হয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের দিনের ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় ৫৯ কোটি ৩ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে। এদিন সিএসইতে মোট ২৩৮টি প্রতিষ্ঠানের লেনদেনে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা, যা আগের দিনের ২১ কোটি ৮ লাখ টাকার তুলনায় কম। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৯৭.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগেরদিন সূচক ৭০.৫৩ পয়েন্ট বেড়েছিল।

এসকে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে