ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:০৬:২৭
হাসনাতকে উপহার পাঠানোর কারণ জানালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে কিছু নেতিবাচক মন্তব্য ও প্রতিক্রিয়ার জের ধরে এদের মধ্যে রাজনৈতিক মনোমালিন্য তৈরি হয়।

তবে সেই দূরত্বের বরফ এখন আর গলে গেছে—এমনটাই দেখা যাচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক সৌহার্দ্যে। বিষয়টি আরও স্পষ্ট হয়, যখন রুমিন ফারহানা ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির স্থানীয় নেতাদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ‘ছানামুখী’ মিষ্টি উপহার হিসেবে পাঠান।

ঘটনার শুরু বিজয়নগরে একটি উঠান বৈঠককে কেন্দ্র করে। জানা যায়, রুমিন ফারহানার নির্বাচনী এলাকায় (ব্রাহ্মণবাড়িয়া) একটি উঠান বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। সে সময় তিনি রুমিন ফারহানাকে ফোন করে বিষয়টি জানান। জবাবে রুমিন জানান যে, তিনি তার নেতাকর্মীদের জানিয়ে দেবেন যেন তারা হাসনাতকে স্বাগত জানায়।

এরপর হাসনাত আবদুল্লাহ রুমিনকে ফোনে জিজ্ঞেস করেন—"আপা, আপনার এলাকা থেকে আমি কী নিতে পারি? মানে ব্রাহ্মণবাড়িয়ার স্পেশালিটি কী?"

এমন প্রশ্নের উত্তরে রুমিন ছানামুখী পাঠানোর সিদ্ধান্ত নেন।এই উপহারের মাধ্যমেই দুই নেতার মধ্যে সৃষ্টি হওয়া দূরত্ব কমে আসে এবং তা রাজনৈতিক সৌহার্দ্যে রূপ নেয়।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা বলেন—"স্বাধীনতার পর মাওলানা ভাসানী যখন ন্যাপ গঠন করেন, তখন আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাও তার কাছে এসে পরামর্শ চাইতেন—‘হুজুর, আমরা এখন কী করবো?’"

তিনি যোগ করেন—"আমি যে রাজনৈতিক সংস্কৃতিতে বড় হয়েছি, সেখানে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সম্মান দেখানো শেখানো হয়।"

এমন একটি উদাহরণ দিয়ে তিনি বোঝান যে রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্পর্ক ও ভদ্রতা বজায় রাখা জরুরি। ছানামুখী পাঠানোর বিষয়টিও সেই রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ বলে তিনি উল্লেখ করেন।

কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক ও ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়ে। এতে করে দুই দলের নেতাকর্মীদের মধ্যেও কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে সাম্প্রতিক এই উপহারের ঘটনা সেই পরিস্থিতিকে নরম করে এনেছে এবং দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার বার্তাই বহন করছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে