ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জিডি ছাড়াই এনআইডি, নাগরিকদের জন্য বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৬:০২:১৩
জিডি ছাড়াই এনআইডি, নাগরিকদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।

নাগরিকদের হয়রানি ও ভোগান্তি কমাতে জিডি করার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “নাগরিকদের সেবা আরও সহজ করতে জিডি বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এছাড়া এনআইডি সেবা আরও সহজ ও ডিজিটাল করার পরিকল্পনাও আমাদের রয়েছে।”

তিনি আরও জানান, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা পড়া প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এতে সেবাগ্রহীতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটার: ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার: ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন, হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন

এনআইডি সেবা আরও সহজ, ঝামেলামুক্ত ও সময়োপযোগী করতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নাগরিক অধিকারকর্মীরা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে