ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মাথার খুলিতে 'হাড় নেই' চাপ দিবেন না'

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৬:৫৫:৩৭
মাথার খুলিতে 'হাড় নেই' চাপ দিবেন না'

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া কিছুটা সুস্থতার দিকে যাচ্ছেন। মাথায় অস্ত্রোপচারের পর তার খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন। তার মাথার ব্যান্ডেজে লেখা—“হাড় নেই, চাপ দেবেন না”—এই সতর্ক বার্তাই তার জটিল অবস্থার প্রমাণ।

একই ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ মাহমুদ সায়েম এখনো জ্ঞান ফেরেনি। চার দিন ধরে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালের ব্যবস্থাপক জিয়া উদ্দিন জানান, “সায়েমের সাড়া দেওয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম। প্রয়োজনে পুনরায় অস্ত্রোপচার করতে হতে পারে।”

চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, মামুনের অবস্থার উন্নতি হলে এক থেকে দুই মাসের মধ্যে খুলির সেই অংশটি আবার বসানো হবে। মামুনের বন্ধু নিয়াজ মোর্শেদ জানান, “তার খুলির হাড় টুকরো হয়ে ভেতরে ঢুকে গিয়েছিল, তাই জটিল অপারেশন করতে হয়েছে। এখন সে ইশারায় যোগাযোগের চেষ্টা করছে।”

ঘটনায় আহত ইসলামের স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতর রক্তক্ষরণে ভুগছিলেন। রক্তনালি ছিঁড়ে যাওয়ায় তাকে প্রথমে পার্কভিউ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

সায়েমের এক সহপাঠী বলেন, “৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও সে এখনো লাইফ সাপোর্টে। সিটি স্ক্যানে দেখা গেছে অবস্থা এখনও সঙ্কটাপন্ন। আমরা ভেঙে পড়েছি। সে কখনো ঝামেলায় জড়াত না, খুবই শান্ত স্বভাবের ছিল।”

উল্লেখ্য, ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইটসংলগ্ন জোবরা এলাকায় এক ছাত্রী ও বাসার দারোয়ানের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূচনা হয়। পরদিনও উত্তেজনা বাড়ে। দুই দিনব্যাপী সংঘর্ষে মোট ৪২১ জন শিক্ষার্থী আহত হন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে