ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

১৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করছে কনফিডেন্স সিমেন্ট

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৯:২৪:২৩
১৪১ কোটি টাকার শেয়ার বিক্রি করছে কনফিডেন্স সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি তাদের কৌশলগত লক্ষ্য ও আর্থিক প্রয়োজন মেটাতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড (সিসিডিএল)-এর সব শেয়ার বিক্রি করে দিচ্ছে। এই সিদ্ধান্তটি বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সিসিডিএলের ১৪ কোটি ৯ লাখ ৭৫ হাজার ১৫৭টি সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রি করা হবে। এর ফলে মোট বিক্রয়মূল্য দাঁড়াবে ১৪০ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৫৭০ টাকা। এই শেয়ারগুলো কোম্পানির আরেক সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের (সিপিএইচএল) কাছে হস্তান্তর করা হবে।

এই শেয়ার বিক্রির চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন হবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর। এ জন্য আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর।

সাম্প্রতিক আর্থিক চিত্রকনফিডেন্স সিমেন্টের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৬৭ পয়সা, যা আগের অর্থবছরের ৮ টাকা ৬ পয়সার (পুনর্মূল্যায়িত) তুলনায় বেশি।

২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যখন তাদের ইপিএস ছিল ৮ টাকা ৭৩ পয়সা। এর আগের ২০২২-২৩ অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করা হয়েছিল।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩০.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২.৩২ শতাংশ শেয়ার রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে