ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নুডলস আটকে ফুটফুটে জান্নাতের করুণ পরিণতি

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৬:৪৩:১১
নুডলস আটকে ফুটফুটে জান্নাতের করুণ পরিণতি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে গিয়ে ফাতেমা জান্নাত নামে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত স্থানীয় জাহেদুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি আগেই মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। এজন্য মাত্র পাঁচ মাস বয়স থেকেই তাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো।

বুধবার রাতে শিশুটিকে একবারে বেশি পরিমাণ নুডলস খাওয়ানোর সময়, খাবারটি তার শ্বাসনালিতে আটকে যায়। সাথে সাথে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন:“শিশুর শ্বাসনালিতে কোনো খাবার বা বস্তু আটকে গেলে দ্রুত প্রতিক্রিয়া জরুরি। এমন অবস্থায় শিশুকে উল্টো করে মাথা নিচে রেখে, পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে আটকে থাকা বস্তুটি মুখ দিয়ে বের হয়ে আসতে পারে। কিন্তু ১০ মিনিটের মধ্যে তা না হলে, শিশুর শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে।”

শিশুটির দাদি শাহীন আক্তার জানান, নুডলস আটকে যাওয়ার পর হাসপাতালের চিকিৎসক জানান, শ্বাস নিতে না পারার কারণেই জান্নাতের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে জানাজার পর পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে কঠিন খাবার খাওয়ানোর বয়স ও পদ্ধতি নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। সামান্য অসাবধানতায় এমন অপূরণীয় ক্ষতি হতে পারে।

সতর্কবার্তা: শিশুদের শক্ত খাবার বা আধা-ঠোস খাবার খাওয়ানোর সময় বয়স, পরিমাণ ও খাওয়ানোর ধরনে সতর্ক থাকুন। শ্বাসনালিতে খাবার আটকে যাওয়া শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে