ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি’

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১১:০২:৩২
‘আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি’

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বরাবরই সরব। সময়োপযোগী নানা বিষয় নিয়ে তিনি তার মতামত প্রকাশ করে থাকেন। তবে অনেক সময়ই তার সেই মতামত ঘিরে তৈরি হয় বিতর্ক ও সমালোচনা।

সর্বশেষ, ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) জয় তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন, যা নিয়েও শুরু হয়েছে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।

জয় লিখেছেন:“যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে।”

এরপর তিনি যোগ করেন:“আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের গালিও দেয় না।”

এই স্ট্যাটাসকে কেন্দ্র করে জয়ের ফেসবুক পোস্টে নেমে আসে বিভক্ত মন্তব্যের বন্যা। কেউ তার সত্য উচ্চারণের সাহসকে প্রশংসা করছেন, আবার কেউ তার উদ্দেশ্যে বিতর্কিত ও আক্রমণাত্মক মন্তব্যও করেছেন।

একজন মন্তব্য করেছেন:“আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?”

আরেকজন লেখেন:“সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।”

একজন ভক্তের মন্তব্য:“আসলে যারা এসব করছে, উল্টাপাল্টা লিখছে—তাদের ইগনোর করে যান। আপনার যোগ্যতার কাছে তারা আসে না বলেই হিংসা করে।”

তবে অনেকে জয়কে স্বল্প সময়ের জন্য চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শও দিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে