ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সব জল্পনা-কল্পনার ইতি টানলেন আইন উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৮:৫৪:৪৭
সব জল্পনা-কল্পনার ইতি টানলেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গুজব-গুঞ্জন নিয়ে উদ্বেগপ্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন—এ ধরনের কোনো তথ্য তার জানা নেই। অনলাইনে ও পত্রিকায় যা আলোচনা হচ্ছে তা গুজব মাত্র, এতে বিচলিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, "আর্মি চিফ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝেমধ্যেই দেখা করেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাই এসব নিয়ে বেশি চিন্তার প্রয়োজন নেই।"

কেয়ারটেকার সরকার নিয়ে গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি এ ধরনের কোনো সম্ভাবনা সম্পর্কে অবগত নই।"

অপরদিকে, নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা দৃঢ়ভাবে জানান, "আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধান উপদেষ্টা বারবার এ কথা বলেছেন এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে।"

নির্বাচনকালীন সরকারের গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা মাঝেমধ্যেই ভালো-বেয়াদির চক্রের মধ্য দিয়ে গেছে, যা স্বাভাবিক অস্থিরতা। আমরা এর আগে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছি এবং আশা করি আবার ভালো হবে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে