ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Sharenews24

আহত নুরকে নিয়ে জয়ের স্ট্যাটাস

২০২৫ আগস্ট ৩০ ১২:১৫:৩৫
আহত নুরকে নিয়ে জয়ের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দা থেকে বড় পর্দা—দুই জগতেই সমানভাবে আলোচিত অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তিনি বরাবরই সাহসী মতামতের জন্য পরিচিত। এবার নিজের ফেসবুক পোস্টে তিনি ভিপি নুর সম্পর্কে মন্তব্য করে ফের আলোচনায়।

শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুকে জয় লেখেন—"ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আউটডোরে। টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।"

এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ মন্তব্য করেছেন, “ভয়াবহ শব্দটা ভয়াবহ।” কেউ লিখেছেন, “মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব।” আবার কেউ জয়কে উদ্দেশ করে লিখেছেন, “হাসপাতাল থেকেই লাইভ করেন।”

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তাক্ত এবং তাঁকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

ভিপি নুরের নিজস্ব ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, তার জ্ঞান ফিরেছে এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা চলছে।

জয়ের পোস্টে “ভয়াবহ” শব্দটি নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এটি হয়তো একটি সাহসী বা অপ্রচলিত সাক্ষাৎকারের ইঙ্গিত—যেখানে কঠিন প্রশ্ন ও সত্য প্রকাশের চেষ্টা থাকবে। আবার কেউ কেউ একে পরিস্থিতি উপেক্ষা করে অপসংবেদনশীল রসিকতা বলেও অভিহিত করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে