ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ভারতীয় অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১২:১৩:৫০
ভারতীয় অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সোনা পাচারের অভিযোগে দক্ষিণী অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। চলতি বছরের ৩ মার্চ দুবাই থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা নিয়ে আসার সময় ধরা পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই বাজেয়াপ্ত সোনার পরিমাণ সাম্প্রতিক সময়ে অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। কর্ণাটকের চলচ্চিত্র শিল্প এবং ব্যবসায়ী মহলে এই ঘটনা বিস্ময় তৈরি করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে—রানিয়া শুধুমাত্র গ্ল্যামার দুনিয়ার অংশ নন, তার সৎ বাবা একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, যিনি ডিজিপি পদমর্যাদায় রয়েছেন।

তদন্তে উঠে এসেছে, রানিয়া এই সোনা পাচার চক্রের মূল সংগঠক বা সমন্বয়ক হিসেবে কাজ করতেন। এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু, গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন এবং ভরত কুমার জৈন। পুলিশ জানিয়েছে, প্রথমজন পুরো পরিবহন ব্যবস্থার দায়িত্বে ছিলেন এবং অপরজনরা সোনা বিক্রি ও হাওয়ালা চ্যানেলের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনে যুক্ত ছিলেন।

এই চারজন বর্তমানে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে হেফাজতে রয়েছেন। ডিআরআই সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে COFEPOSA (The Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act) আইনের আওতায় নোটিশ জারি করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে