ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

বিমানের ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করিনি

২০২৫ আগস্ট ৩১ ১২:১৮:৩৬
বিমানের ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করিনি

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় এই দম্পতি—সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া (টয়া ও শাওন)—দুজনেই অভিনয়শিল্পী। শাওন তার অভিনয় জীবনের পাশাপাশি বিমানের কেবিন ক্রু হিসেবেও কাজ করেন। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়—এবার দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার হয়েছে।

সম্প্রতিক এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের নানা গল্প শোনার ফাঁকেই টয়া বলেন,“আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করি নাই।”

এই বিষয়ে শাওন বলেন, কয়েকমাসের সম্পর্কের মধ্যে টয়া বেশ কিছু প্রশ্ন করেছিলেন—যেমন কোন কোন দেশে যেতে হয়, সেখানে কতদিন থাকতে হয়, ফ্রি টিকিট পাওয়া যায় কিনা ইত্যাদি। তখন শাওন বিনোদন স্বরূপ এবং আন্তরিকভাবে ব্যাখ্যা দেন। এক পর্যায়ে প্রশ্ন ওঠে, “ফ্রি টিকিট পেলে কারা যেতে পারেন?” উত্তরে শাওন বলেন, “মা, বাবা, সন্তান ও স্ত্রী।” “স্ত্রী” শব্দটির পর টয়ার চোখ বড় হয়ে যায়। শাওন বুঝে যান—এরে মােহ, বিয়ের সেই ‘ইয়েস’ পাওয়া যে খুব কাছেই রয়েছে। তবে টয়া হেসে জানিয়ে দেন—“আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।”

তিনি আরও বলেন, তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন। যখন দেখলেন, শাওন প্রায় সময় বিদেশে থাকেন, সেই সময়টা বা নিশ্চিন্ত মূহূর্তে স্ত্রীদের সঙ্গে ঘুরে আসতে পারার ভাবনা তাঁর কাছে ভালো লেগেছিল। তাই সিদ্ধান্ত নেন—এই মানুষটি সঙ্গে থাকলেই ঘুরার সুযোগ সহজ, লাইফও সহজ হবে। তবে—“বিয়ের পাঁচ বছরেও এখনো কোনো ফ্রি টিকিট পাইনি”—এই ঘোর বাস্তবতাও তুলে ধরেন হাসিমুখে টয়া।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে