ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সর্বোচ্চ মুনাফা পেল ৭ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:০৩:১৭
সর্বোচ্চ মুনাফা পেল ৭ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জন করেছে। কোম্পানিগুলো হলো: ইনটেক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, শ্যামপুর সুগার, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট এবং বে-লিজিং।

এদের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ইনটেক অনলাইন-এর। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬০ শতাংশ বা ১৭ টাকা ১০ পয়সা বেড়ে ৪৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬.৯৭ শতাংশ মুনাফা হয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের, যার শেয়ারের দাম ১৪ টাকা বেড়ে ৬৫ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে। তৃতীয় সর্বোচ্চ ২৫.১৯ শতাংশ মুনাফা হয়েছে বিডিকম অনলাইনের, যার শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়।

এছাড়া, শ্যামপুর সুগারের শেয়ার দর ২২.৮৩ শতাংশ বেড়ে ১৮৫ টাকা ১০ পয়সা, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ২২.৩৫ শতাংশ বেড়ে ১০ টাকা ৪০ পয়সা, জেনারেশন নেক্সটের ২০ শতাংশ বেড়ে ৩ টাকা এবং বে-লিজিংয়ের ২০ শতাংশ বেড়ে ৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে