ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন পুনঃনির্ধারণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২২:৫৬:১১
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন পুনঃনির্ধারণ নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত আসনগুলোর মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া-২, যেখানে পূর্বের সীমানায় যুক্ত হয়েছে বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন—বুধন্তি ও চান্দুরা।

এ পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, নতুনভাবে যুক্ত হওয়া এলাকা আসলে আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অংশ ছিল। নবম জাতীয় নির্বাচনের আগে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সিইসি ড. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন অঞ্চলগুলোকে আলাদা করে। এবার সেগুলো ফেরত আসায় স্বস্তি পাওয়া গেছে।

রুমিন ফারহানা আরও জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার বিবেচনায় অঞ্চলগুলো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মধ্যেই থাকা উচিত ছিল। ইসির সর্বশেষ সিদ্ধান্ত যথার্থ বলেই মনে করছেন তিনি।

তবে ইসির খসড়া প্রস্তাবনায় অন্তর্ভুক্ত থাকলেও চূড়ান্ত গেজেটে বিজয়নগরের হরষপুর ইউনিয়ন স্থান পায়নি। এই ইউনিয়নকেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রাখা হবে বলে ধারণা করা হচ্ছিল।

প্রসঙ্গত, এবার সীমানা পুনর্নিধারণে গাজীপুরে একটি নতুন আসন যুক্ত হয়েছে—গাজীপুর-৬। অন্যদিকে বাগেরহাট-৪ আসন বাদ দেওয়া হয়েছে। এর আওতাধীন মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা যুক্ত হয়েছে বাগেরহাট-৩ আসনের সঙ্গে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে