ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পিনাকী ভট্টাচার্যের ছেলেকে আটকের বিষয়ে যা জানা গেল

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১১:০৭:২৮
পিনাকী ভট্টাচার্যের ছেলেকে আটকের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন। ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক যুবককে পুলিশ একটি প্রিজনভ্যানে তুলছে। এই ভিডিও ঘিরে ব্যাপক বিভ্রান্তি ও আলোচনার জন্ম নেয়।

তবে বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করেছে, ভিডিওর ওই যুবক পিনাকী ভট্টাচার্যের ছেলে নন। প্রকৃতপক্ষে, ভিডিওটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে মোস্তাসেরুল আলম অনিন্দ্যকে গ্রেফতারের সময় ধারণ করা।

গত ১৬ আগস্ট, রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে অনিন্দ্যকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় এবং তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, ভিডিওটি দেশের একটি ইলেকট্রনিক গণমাধ্যম 'দেশ টেলিভিশন'-এর ফেসবুক পেজে ১৮ আগস্ট পোস্ট করা হয়। ভিডিওটির শিরোনামে অনিন্দ্যের নাম থাকলেও, ভিডিওতে পিনাকী ভট্টাচার্যের ছেলের কোনো উল্লেখ ছিল না। ভিডিওতে দেখা যাওয়া যুবকের পরিধানের সঙ্গে অনিন্দ্যের ছবি ও পোশাকের মিল রয়েছে।

এ ছাড়া বাংলা ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যমেও অনিন্দ্যের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, অনিন্দ্য আওয়ামী লীগের নেতা ও সাবেক রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

অন্যদিকে, পূর্ববর্তী তথ্য ঘেঁটে জানা যায়—পিনাকী ভট্টাচার্যের একমাত্র ছেলের নাম রাসেভ আঞ্জুম শুভ। গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে শুভর গ্রেফতারের কোনো তথ্য পাওয়া যায়নি।

সবশেষে বলা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। যৌথ বাহিনীর হাতে আটক হওয়া যুবক পিনাকী ভট্টাচার্যের ছেলে নন, বরং তিনি অন্য একজন রাজনৈতিক পরিবারের সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগ রয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে