ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

খাজনার জন্য আবেদন করার নতুন নিয়ম ২০২৫

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৭:৩২:০৪
খাজনার জন্য আবেদন করার নতুন নিয়ম ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভূমি উন্নয়ন কর এখন ঘরে বসেই অনলাইনে পরিশোধ করা যাচ্ছে। সরকার পরিচালিত ভূমি তথ্য বাতায়ন (land.gov.bd) ওয়েবসাইটে যুক্ত হয়েছে নতুন ফিচার ও আপডেটেড ইউজার ইন্টারফেস, যা সাধারণ নাগরিকদের জন্য কর পরিশোধ এবং নতুন খতিয়ান যুক্ত করার কাজকে করেছে আরও সহজ ও স্বচ্ছ।

নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো নতুন পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং খতিয়ান যুক্ত করার সম্পূর্ণ নির্দেশনা:

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজার খুলুন।

সার্চ বারে গিয়ে লিখুন: land.gov.bd

প্রদর্শিত ফলাফলে ভূমি তথ্য বাতায়ন (Official Website) লিঙ্কে ক্লিক করুন।

ওয়েবসাইটে প্রবেশ করার পর, “ভূমি উন্নয়ন কর” অপশনটিতে ক্লিক করুন।

ধাপ ২: নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন

“লগইন” অপশনের ড্রপডাউন থেকে রেজিস্ট্রেশন বেছে নিন।

আপনার NID অনুযায়ী নাম এবং মোবাইল নম্বর লিখুন।

প্রদত্ত ক্যাপচা কোড সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন।

ধাপ ৩: ওটিপি যাচাই ও পাসওয়ার্ড সেটআপ

মোবাইলে প্রাপ্ত OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) এক মিনিটের মধ্যে প্রবেশ করান।

এরপর একটি নতুন এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডে থাকতে হবে—

বড় হাতের অক্ষর (A–Z)

ছোট হাতের অক্ষর (a–z)

সংখ্যা (0–9)

একটি প্রতীক (যেমন @, #, $)

পাসওয়ার্ড নিশ্চিত করে “পাসওয়ার্ড হালনাগাদ করুন” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: জাতীয় পরিচয়পত্র (NID) যাচাই

ড্যাশবোর্ডে গিয়ে বাম মেনু থেকে “প্রোফাইল” অপশনে ক্লিক করুন।

এরপর “জাতীয় পরিচয়পত্র যাচাই করুন” বাটন নির্বাচন করুন।

NID নম্বর (ইংরেজিতে), জন্ম তারিখ, আপনার নাম (ইংরেজিতে), পিতার নাম ও মাতার নাম (বাংলায়) সঠিকভাবে দিয়ে “যাচাই করুন” এ ক্লিক করুন।

যাচাই সফল হলে একটি সবুজ বাটন দেখাবে: “জাতীয় পরিচয়পত্র দ্বারা যাচাইকৃত অ্যাকাউন্ট”।

ধাপ ৫: নতুন খতিয়ান যুক্ত করা

ড্যাশবোর্ডে ফিরে বাম দিকের মেনু থেকে “খতিয়ান” অপশনে যান।

“নতুন খতিয়ান তথ্য প্রদান” বাটনে ক্লিক করুন।

বিভাগ, জেলা, উপজেলা/থানা, মৌজা সিলেক্ট করুন।

জরিপের ধরন (CS, RS, SA, দিয়ারা ইত্যাদি), খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর (যদি থাকে) লিখুন।

খতিয়ানের স্ক্যান কপি বা ছবি (.jpg/.jpeg/.png/.pdf, ২MB-এর কম) আপলোড করুন।

জমির মালিকানা (নিজ মালিকানা বা উত্তরাধিকার সূত্রে) নির্বাচন করুন।

সব তথ্য সঠিকভাবে পূরণ করে “সংরক্ষণ” বাটনে ক্লিক করুন।

খতিয়ান স্ট্যাটাস

খতিয়ান যুক্ত করার পর তা প্রথমে “Pending” (অপেক্ষমাণ) অবস্থায় থাকবে।

সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে “Approved” বা “Rejected” স্ট্যাটাস আপডেট করে।

বিশেষ পরামর্শ:

সব তথ্য অবশ্যই নির্ভুল ও এনআইডি অনুযায়ী দিতে হবে।

মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে ওটিপি গ্রহণের জন্য।

খতিয়ানের ছবি আপলোড করার সময় ফাইল সাইজ এবং ফরম্যাটে সতর্ক থাকুন।

এভাবে আপনি এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবং খতিয়ান যুক্ত করে রাখতে পারবেন আপনার অনলাইন প্রোফাইলে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে