ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেপালে ফেসবুক-ইউটিউব বন্ধের পেছনে গোপন কারণ

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১২:০১:৫৪
নেপালে ফেসবুক-ইউটিউব বন্ধের পেছনে গোপন কারণ

নিজস্ব প্রতিবেদক : নেপালে ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউবসহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। এসব প্ল্যাটফর্ম নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের সরকার। খবর এপি’র।

নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এক বিবৃতিতে বলেন,“এই পদক্ষেপ অনলাইনে ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ দমন করার একটি প্রয়াস। আমরা দীর্ঘদিন ধরেই তাদের নিবন্ধনের অনুরোধ করে আসছিলাম, কিন্তু তারা তা মানেনি।”

সরকার জানায়, ফেসবুক, এক্স ও ইউটিউবসহ কিছু আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমকে দেশে অফিস বা যোগাযোগ পয়েন্ট স্থাপন, স্থানীয় প্রতিনিধি নিয়োগ, এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখার শর্তে নিবন্ধনের সময়সীমা দেওয়া হয়েছিল বুধবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত।

কিন্তু এসব প্ল্যাটফর্ম শর্ত পূরণ না করায় তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হয়েছে।তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতোমধ্যেই প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করায়, তাদের সেবা চালু থাকবে।

বর্তমানে নেপালের ৩ কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দেশটিতে ব্যাপকভাবে জনপ্রিয়।

নেপাল সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করতে দেশটির সংসদে একটি নতুন বিল আনা হয়েছে। এতে বলা হয়েছে,“প্ল্যাটফর্মে কী শেয়ার করা হচ্ছে, কে দায়ী—তা স্পষ্টভাবে নিশ্চিত করতে আইনগত কাঠামো প্রয়োজন।”

ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে