ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ইউনূসকে সেনাপ্রধানের সরাসরি সতর্কবার্তা

২০২৫ সেপ্টেম্বর ০১ ১৭:৫৩:২৯
ইউনূসকে সেনাপ্রধানের সরাসরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, "আগামী জাতীয় নির্বাচন একটি অংশগ্রহণমূলক, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের লক্ষ্য। এর জন্য সেনাবাহিনীর ভূমিকা সুসংগঠিত ও সমন্বিত হওয়া জরুরি।"

তিনি আরও বলেন, “আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দিতে, যা হবে স্বচ্ছ, গণতান্ত্রিক এবং নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণে উদাহরণ সৃষ্টি করবে।”

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ সফল করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিভ্রান্তিকর গুজবের প্রতি মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন।”

তিনি প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এই প্রক্রিয়ায় সামরিক বাহিনীর অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে