ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২২:৩৪:৩৭
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএনইউ) সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে তাঁর ভূমি ক্রয়, বিশ্ববিদ্যালয় তহবিল ব্যবহার ও অতিরিক্ত সুবিধা গ্রহণের নানা অনিয়মের বিষয়গুলো অনুসন্ধান করার জন্য অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকার সময় এম এ কাসেমের সম্ভাব্য দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমের নেতৃত্বে আছেন উপপরিচালক আজিজুল হক, সহকারী পরিচালক মো. মেহেদী মুসা জেবিন ও সহকারী পরিচালক আল-আমিন।

অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়নের নামে ৯০৯৬.৮৮ শতাংশ জমি ক্রয় সংক্রান্ত ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া কম মূল্যের জমি বেশি দামে দেখানো, ডেভেলপার কোম্পানি থেকে কমিশন নেওয়া, ছাত্রদের টিউশন ফি থেকে বিলাসবহুল গাড়ি ক্রয় এবং সিটিং অ্যালাউন্স অতিরিক্ত গ্রহণের অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় তহবিলের ৪০৮ কোটি টাকা নিজের মালিকানাধীন সাউথইস্ট ব্যাংকে এফডিআর করার বিষয়টিও অনিয়ম হিসেবে ধরা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫০ বিঘা জমি কিনে প্রায় ৪২০ কোটি টাকা লোপাট করেছেন। ২০১৪ সালে আশালয় হাউজিং অ্যান্ড ডেভলপারস লিমিটেড থেকে ৮০ কোটি টাকার জমি ৫০০ কোটি টাকা দেখিয়ে আত্মসাৎ করার ঘটনাও অভিযোগে উল্লেখ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি থেকে ট্রাস্টি বোর্ডের ৯ সদস্যের জন্য বিলাসবহুল আটটি রেঞ্জ রোভার ও একটি মার্সিডিজ গাড়ি কেনা হয়েছে। গাড়ির চালক, রক্ষণাবেক্ষণ ও তেলের খরচও বিশ্ববিদ্যালয় তহবিল থেকে বহন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অমান্য করে ২৫টি অতিরিক্ত কমিটি গঠন করে অতিরিক্ত সিটিং অ্যালাউন্স নেওয়া হয়েছে। এসব কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মোট অর্থের ৪৩ শতাংশেরও বেশি অর্থ সাউথইস্ট ব্যাংকে রাখা হয়েছে। এম এ কাসেমের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে