ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এসআবিএল একীভূতকরণ নিয়ে চেয়ারম্যান-পরিচালকের ভিন্নমত

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২১:৫৩:৪৯
এসআবিএল একীভূতকরণ নিয়ে চেয়ারম্যান-পরিচালকের ভিন্নমত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) একীভূতকরণের বিষয়টি আলোচনায় আসতেই ব্যাংকের ভেতরে তৈরি হয়েছে মতবিরোধ। চেয়ারম্যান মোহাম্মদ সাদিকুল ইসলাম সিদ্ধান্তের দায়ভার কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিলেও পরিচালক মেজর (অব.) ডা. মো. রেজাউল হক স্পষ্টভাবে এর বিরোধিতা করছেন।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান সাদিকুল ইসলাম বলেন, বৈঠকে সরাসরি একীভূতকরণের প্রসঙ্গ ওঠেনি। তবে ব্যাংক তাদের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরেছে এবং কেন্দ্রীয় ব্যাংকও আর্থিক স্থিতিশীলতা সম্পর্কিত তথ্য দিয়েছে। তিনি জানান, “নীতিগতভাবে আমরা একমত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকই নেবে।”

এস আলম গ্রুপকে দেওয়া ঋণ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, এসআইবিএল থেকে গ্রুপটি প্রায় ৬ হাজার কোটি টাকা নিয়েছে। তবে অন্যান্য ব্যাংকের তুলনায় এ ঋণের জামানত অনেক শক্তিশালী বলে দাবি করেন তিনি। তার মতে, কিছু নিয়ন্ত্রক সহায়তা পেলে ব্যাংকটির প্রায় ৬০ শতাংশ খেলাপি ঋণ পুনঃতফসিল করা সম্ভব।

অন্যদিকে, পরিচালক রেজাউল হক কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া লিখিত বক্তব্যে বলেন, উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সুদমুক্ত তারল্য সহায়তা প্রদান করা হলে একীভূতকরণের প্রয়োজন হবে না। তিনি বলেন, “আমাদের ব্যাংক এতটা খারাপ অবস্থায় নেই। তাহলে কেন একীভূত হব? আমি যখন দায়িত্বে ছিলাম (২০১২-২০১৬), আমরা ২০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ দিয়েছি। তাই চেয়ারম্যানকে অনুরোধ করছি, তিনি যেন একীভূতকরণে সম্মতি না দেন।”

এদিকে জানা গেছে, এসআইবিএল-এর সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গ্লোবাল ইসলামী ব্যাংকসহ আরও চারটি ইসলামী ব্যাংকের সঙ্গেও বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারা সবাই নীতিগতভাবে একীভূতকরণের সিদ্ধান্ত মেনে নিতে রাজি হয়েছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে