ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ধর্মীয় শিক্ষা নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা শায়খ আহমাদুল্লাহর

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৫:৫৬:১২
ধর্মীয় শিক্ষা নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা শায়খ আহমাদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটা বহুদিন ধরে সাধারণ মানুষের প্রাণের দাবি। অথচ আজও তা বাস্তবায়িত হয়নি।”

সরকারের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত সাম্প্রতিক প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি সমালোচনা করে বলেন, “এই দেশে কত শতাংশ মানুষ সন্তানকে গান শেখায়? অধিকাংশ অভিভাবক চান না, তাদের সন্তান বিদ্যালয়ে গান শেখুক। বরং প্রায় সব অভিভাবকই সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য প্রাইভেট শিক্ষক রাখেন বা মক্তবে পাঠান। যদি স্কুলে ধর্মীয় শিক্ষক থাকতেন, তবে অভিভাবকদের বাড়তি খরচ ও ঝামেলা কমত এবং শিক্ষার্থীরাও সময় বাঁচাতো।”

নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন:“রাষ্ট্র প্রাথমিক শিক্ষার পেছনে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, অথচ শিক্ষার মান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে। অভিভাবকদের আস্থা হারাচ্ছে স্কুলগুলো। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের মতো অপরাধ ভয়াবহভাবে বাড়ছে। এ অবস্থায় সবচেয়ে জরুরি বিষয় হলো শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষা নিশ্চিত করা।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, “গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচলিত নীতি পরিহার করুন। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অন্যতম অংশ ধর্মীয় মূল্যবোধভিত্তিক শিক্ষা।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে